রফিক সরকার : এবার অমর একুশে গ্রন্থমেলায় মোসাদ্দেক মিনহাজের কবিতার বই ‘অসময়ের পারিজাত’ প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে বই মেলায় পরিবেশক ভূমি প্রকাশের ৪৯২ নং স্টলে। এছাড়াও রকমারি ডটকমে অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।
‘অসময়ের পারিজাত’ কাব্যগ্রন্থ কবির প্রথম বই। প্রকাশ করেছে সৌরভ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন হাসান মাহবুব বাবু।
সৌরভ পাবলিকেশন্সের প্রকাশক ও স্বত্বাধিকারী গাফফার খান বলেন, সবার জীবনে প্রেম-বিরহ, আনন্দ- বেদনা আছে। আমাদের চারপাশে ঘটে চলা হাজারো ঘটনা, স্মৃতিজাগানিয়া অব্যক্ত অনুভূতি, প্রেম-ভালোবাসা, নৈসর্গ, সংগ্রাম, দেশপ্রেম অনেক কথা নিয়ে লেখা হয়েছে ‘অসময়ের পারিজাত’ -এর প্রতিটি কবিতা। কবিতাগুলো পড়ে যদি পাঠকের অনুভূতিতে একটুখানি স্পর্শ করে, তবেই কবির শ্রম সার্থক হবে আমার বিশ্বাস।
‘অসময়ের পারিজাত’ গ্রন্থটিতে গত দুই দশক ধরে বিভিন্ন সময়ে ডায়েরীতে, এখানে-সেখানে বিভিন্ন প্রেক্ষাপটে লেখা ৪৬টি কবিতা স্থান পেয়েছে। প্রতিটি কবিতায় খোঁজে পাওয়া যাবে ‘অসময়ের পারিজাত’ গ্রন্থের নামের যথার্থতা। মূল্য মাত্র ১৫০ টাকা।
প্রসঙ্গত, মোসাদ্দেক মিনহাজ ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামের নানাবাড়ী জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বিচার বিভাগের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।