বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে অপো এফ২১ প্রো। দেশে নতুন স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু করে দিল অপো ।
তবে জানা গিয়েছে, অপো এফ২১ সিরিজের ফোনগুলি স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের হতে চলেছে। এমনকি সেগুলি অপো রেনো ৭ সিরিজের থেকে ডিজাইনে চমৎকার হতে চলেছে বলে সেই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে।
অপো এফ২১ সিরিজটি মিড-রেঞ্জে বাজারে আসবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে এই সিরিজের ফোনগুলির দাম রাখা হতে পারে ২০,০০০- ৩০,০০০ টাকার মধ্যে।
সম্প্রতি 91মোবাইলস-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই এফ২১ সিরিজের আরও একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে অপো , যার নাম অপো এফ২১ প্রো। যদিও এই মডেল কবে নাগাদ লঞ্চ করতে চলেছে, সে বিষয়ে সুস্পষ্ট টাইমলাইন এখনও পর্যন্ত জানা যায়নি। তবে জানা গিয়েছে, অপো এফ২১ সিরিজের ফোনগুলি স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের হতে চলেছে।
এমনকি সেগুলি ওপ্পো রেনো ৭ সিরিজের থেকে ডিজাইনে চমৎকার হতে চলেছে বলে সেই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে। এই আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের হার্ডওয়্যার স্পেসিপিকেশনস সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।