Tecno Camon 19 Pro 5G স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারত ও বাংলাদেশের মার্কেটে রিলিজ করা হচ্ছে। শেষ মুহূর্তে কোম্পানি টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্মার্টফোনটির প্রচারণা চালাচ্ছে।
তবে ঠিক কত তারিখে স্মার্টফোনটি বাজারে আসবে সেটি এখনো অজানা রয়ে গেছে। তবে আশা করা যেতে পারে যে চলতি মাসি এটি আত্মপ্রকাশ করবে। এটি Camon 19 সিরিজের তৃতীয় স্মার্টফোন।
স্মার্টফোনটির একটি শক্তিশালী দিক হচ্ছে এর বেজেল অনেক কম। মাত্র ০.৯ মিলিমিটার। এটির স্ক্রিনের মধ্যে পাঞ্চহোল কাট-আউট রয়েছে। ডিভাইসের ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে দুটি বৃত্তাকার ক্যামেরার রিং রয়েছে। এ ধরনের ডিজাইন আগের স্মার্টফোনেও দেখা গেছে। প্রথম ক্যামেরাটি ৬৪ মেকাপিক্সেলের হবে এবং নাইট মোড ফিচার ইন্সটল করা থাকবে।
প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট ব্যবহার করা যাবে। পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা তো আছেই।
স্মার্টফোনটির ডিসপ্লে এর সাইজ হবে ৬.৮ ইঞ্চি। এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করবে। ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম এবং অভ্যন্তরীণ স্টোরেজ ২৫৬ জিবি ইন্সটল করা আছে।
টেকনো স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ৫ হাজার মেগাহার্জের ব্যাটারি ইনস্টল করা রয়েছে। ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং অপশন যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে শুরু থেকেই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
প্রাইস: ভারতে ২১৯৯৯ রুপি ও বাংলাদেশে ২৫ হাজার টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।