অসুস্থ কুকুর ছানার প্রতি দুই পথশিশুর ভালোবাসা, ছবি ভাইরাল

জুমবাংলা ডেস্ক : অসুস্থ কুকুর ছানাকে সুস্থ করার জন্য পরম যত্নে ব্যান্ডেজ করে দিচ্ছেন দুই পথ শিশু। যেটা মানবতার এক দৃষ্টান্তকে তুলে ধরেছে।

কয়েকদিন ধরে এমন ছবি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছোট্ট এই শিশু দু’টির অসুস্থ কুকুর ছানার প্রতি মমতাময় ভালোবাসায় মুগ্ধ নেটিজেনরা।

ছবিতে দেখা যায, এক শিশু কুকুর ছানাকে হাঁটুর ওপর বসিয়ে ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছেন। আর তার পাশে বসে আরেকটি শিশু মনোযোগ সহকারে দেখছেন সেই কাজ। তবে শিশু দুটির পরিচয় বা ছবিটি কোন জায়গায় তোলা হয়েছে তা জানা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া ছবিটির নিচে কমেন্ট বক্সে নানা জন নানান ভাবে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।

সাব্বির আহমেদ আকাশ নামে একজন লিখেছেন, ‘একজন ক্ষুধার্তই বোঝে ক্ষুধার জ্বালা। অসুস্থ কুকুর ছানার প্রতি পথশিশুর ভালোবাসা সত্যি অসাধারণ। বেঁচে থাকুক ভালোবাসা।’

রাশেধ হোসেইন লিখেছেন, ‘এই শিশুরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনুষ্যত্বের কাছে সব কিছুই হার মানে।’

তবে ছবিটি কোথা থেকে বা কার তোলা এ সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেনি কেউ। নিজের ভাল লাগার যায়গা থেকে ছবিটি অনেকে শেয়ার করছেন।