আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস বিশ্বের নানা প্রান্তে জন্ম দিয়েছে বহু হৃদবিদারক ঘটনার। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতে। ভারতের কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার অভিবাসী শ্রমিক। লকডাউনে বাড়ি ফিরতেও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তেমনই ১৭ সদস্যের বিশাল এক অভিবাসী পরিবারের হৃদয়বিদারক ঘটনা ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত হয়েছে।
ওই পরিবারের খাওয়ার কিছু ছিল না। বাড়িতে ফেরার টাকাও নেই। পায়ে জুতা পর্যন্ত নেই। এরমধ্যেই তারা ১৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। পরিবারের একজন ছিল গুরুতর অসুস্থ। বাঁশ ও খাটিয়া দিয়ে তাকে কাঁধে ঝুঁলিয়েই অগত্যা যাত্রা অব্যাহত রাখেন তারা। এভাবে ১৫ দিনে তারা পাড়ি দিয়েছেন ৮০০ কিলোমিটার। এরমধ্যে পেটভরে একটা দিন খাওয়া পর্যন্ত পাননি তারা।
ভারতের পাঞ্জাবের লুধিয়ানা থেকে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি যাওয়ার জন্য তাদের এমন কষ্টকর সংগ্রাম। ভারতের উত্তর প্রদেশের কানপুরে পৌঁছার পর পরিবারটি পুলিশের নজরে আসে। কানপুর পুলিশ সব শুনে তাদের বাড়ি ফেরার জন্য ট্রাকের ব্যবস্থা করে দিয়েছে, জুতা কিনে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



