আগামী বছরের মার্চ মাসে ৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হবে। প্রতি বছরের মত এবারও তারকারা অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিত করবে। সঙ্গে থাকছেন মার্টিন স্করসেসি এবং ক্রিস্টোফার নোলানের মত নির্মাতারা। ৯৬ তম অস্কারের জন্য বেশ কিছু সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কারা এগিয়ে আছে তা নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হচ্ছে। সিনেমা জগতে একাডেমি অ্যাওয়ার্ডস হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান পুরস্কার। এটি যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হয়ে থাকে এবং বছরের সেরা সিনেমার নাম ঘোষণা করা হয়।
এখানে একাডেমির সকল সদস্য মনোনয়ন জমা দিতে পারে। ব্র্যাডলি কুপার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। পাশাপাশি মার্কিন অভিনেত্রী এমা স্টোনের নাম আবার উচ্চারিত হচ্ছে। এ বছর তিনি সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে।
ওপেনহেইমার সিনেমাটি অস্কার পাওয়ারও দিক থেকে আলোচনার উপরের দিকে রয়েছে। ইতিহাসে ওপেনহেইমারকে পরমাণু বোমা আবিষ্কারের জনক হিসেবে ঘোষণা করা হয়েছে। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমার মালিক হতে সক্ষম হয়েছে এবং সেটা বিজ্ঞানী ওপেনহেইমারের অনবদ্য পরিশ্রমের ফসল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওপেনহেইমারের গবেষণা কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরমাণু বোমার মালিক হতে সহায়তা করেছিল তার ঘটনা উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিলার অফ ফ্লাওয়ার মুন সিনেমা নিয়েও আলোচনা হচ্ছে।
তবে সেরা সিনেমা কোনটি হবে সেটি নিয়ে চমকের অপেক্ষায় আছে বিশ্ব। ব্র্যাডলি কুপার সেরা পরিচালক হওয়ার দিক থেকে এগিয়ে আছেন। তবে নালান এবং স্করসেসির মধ্যে হড্ডাহাড্ডি লড়াই হবে তাতে কোন সন্দেহ নেই।
সেরা অভিনেতা বিভাগে বড় বড় তারকার নাম উচ্চারিত হচ্ছে। এখানে ব্র্যাডলি কুপার এর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অভিনেত্রীর বিভাগে এমা স্টোন এবং টেইলার এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিলার অফ ফ্লাওয়ার মুন সিনেমায় গ্লাস্টোনের অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। কাজেই তাকে তালিকা থেকে বাদ দেওয়া যায় না। তবে কার হাতে পুরস্কার উঠতে যাচ্ছে তা জানার জন্য আরো অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।