বিনোদন ডেস্ক : লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গান—সব ধরনের গানেই পারদর্শী পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তী। বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এবার গায়িকার মুকুটে যুক্ত হলো আরেকটি স্বর্ণপালক। ক্যারিয়ারের শ্রেষ্ঠতম অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।
২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে।
এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।
সুখবরটি জানতে পেরে ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা বলেন, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত।’
ইমন বলেন, ‘আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’
অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে।
ইমন বলেন, ‘আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই তারপর বাবাকে ফোন করলাম।’
ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।