৯৬ তম অস্কার বিতরণ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করেছে একাডেমি অফ মোশন পিকচারস। চলতি বছরের ১০ মার্চ অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। গত বছরে বিগ বাজেটের অনেক সিনেমা সহ বেশ কয়েকটি ফিচার ফিল্ম রিলিজ পেয়েছিল। এসব সিনেমায় অভিনয় করেছেন অনেক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা।
তবে কার হাতে উঠতে পারে সেরাদের খেতাব সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে। অস্কার পুরস্কার কারা জিতবে সেটি নিয়ে গবেষণা এবং জরিপ চলছে। এ বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা এবং সমালোচনার কোন শেষ নেই। অনেকের শর্টলিস্ট তৈরি করেও রেখেছেন।
তালিকায় রয়েছে কিলিয়ান মারফি ও ডিক্র্যাপিয়র মতো তারকারা। চলতি মাসের ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে নমিনেশন ভোটিং। এরপর ২৩ জানুয়ারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ২৭ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কারো কোন বিভাগের 96 তম অস্কার পুরস্কারের জন্য লড়াই করবে তখন তা বোঝা যাবে। ১২ই ফেব্রুয়ারি মনোনীত প্রার্থীদের জন্য লাঞ্চ পার্টির আয়োজন করা হবে। কিলিয়ান মারফির ওপেনহেইমার সিনেমা ২০২৩ সালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি এ বিভাগে সবার থেকে এগিয়ে আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা আবিষ্কারের জনক ওপেনহেইমার। ওই সময়ে নানা গুরুত্বপূর্ণ কাহিনী সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সিনেমায় কিলিয়ান মারফির পারফর্মেন্স ছিল অনবদ্য। তাই অস্কার ধরে তিনি ভালোভাবে এগিয়েছেন।
কলম্যান ডোমিঙ্গো ও ব্র্যাডলি কুপার তাদের নিজেদের জায়গায় শক্ত অবস্থান ধরে রেখেছেন। আমেরিকান ফিকশন সিনেমার জন্য মার্কিন অভিনেতা জেফরি রয় এগিয়ে আছেন। মায়েস্ত্রো সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন ব্র্যাডলি কুপার।
এ সিনেমায় কুপার যে দক্ষতা দেখিয়েছেন তা তাকে অনবদ্য করে তুলেছে। রাস্টিন সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন ডোমিঙ্গ। এ সিনেমায় দুর্দান্ত অভিনের মাধ্যমে তিনি অনেক প্রশংসা অর্জন করেছেন। কাজেই তাকেও তালিকা থেকে বাদ দেওয়া যায় না। কিলার অফ দি ফ্লাওয়ার মুন সিনেমায় অভিনয় করে ডিক্যাপ্রিও তালিকায় জায়গা করে নিয়েছেন। এবার অস্কার মঞ্চে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করবে দর্শকরা। কেননা এ বছর একাধিক বড় তারকাদের নাম রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।