অস্কারের মনোনয়নে যাবে শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা?

ডানকি

সমালোচক থেকে দর্শক সবাই শাহরুখ খানের ডানকি সিনেমা নিয়ে কথা বলছে এবং এখানে বিভিন্ন বিষয় সামনে আসছে। বক্স অফিসে ৪৫০ কোটি টাকা স্পর্শ করতে যাচ্ছে সিনেমাটি। এবার শোনা যাচ্ছে অস্কার পুরস্কার জেতার দৌঁড়ে শাহরুখ খানের ডানকি সিনেমা প্রতিযোগিতা করবে।

ডানকি

জানা গেছে এবার সিনেমার মনোনয়ন পাওয়ার জন্য একাডেমী অ্যাওয়ার্ডস এ পাঠানো হয়েছে। এর আগে অস্কারে পাঠানো হয়েছে শাহরুখ খানের সিনেমা। এর আগে শাহরুখ খানের দুটি সিনেমা অস্কারের জন্য পাঠানো হলেও তারা সফলতার মুখ দেখেনি। ওই সময় অস্কারে জেতা সম্ভব না হলেও বর্তমান ডানকি সিনেমা নিয়ে দর্শকরা বেশ আশাবাদী।

২০২৩ সালে পাঠানো সিনেমার হাত ধরে শাহরুখ খানের ঝড় শুরু হয় বলিউডে। ১০০০ কোটি পেরিয়ে থেমে থাকেননি শাহরুখ খান। সেপ্টেম্বরের মুক্তি পায় বহুল প্রতীক্ষিত জাওয়ান সিনেমা। তার মোট আয় ১১৬৬ কোটি টাকা। অনেক অপেক্ষার পর ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ খানের ডানকি সিনেমা। এটি ছিল ২০২৩ সালের শাহরুখ খানের সর্বশেষ সিনেমা।

সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় যে, শাহরুখ খান এক বছরে বক্স অফিসে দিয়েছেন ২৫০০ কোটি টাকার বেশি। তার ভক্তরা আশা করছেন যে, ডানকি সিনেমা অস্কার পুরস্কার জেতার ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা করতে সক্ষম হবে। পাশাপাশি নতুন বছরে তিনি আরও চমক নিয়ে আসবেন।