বিনোদন ডেস্ক : অস্কারের লড়াইয়ে রণবীর, আলিয়ার ‘গাল্লি বয়’। ৯২তম অস্কারের মনোনয়ন তালিকায় এটিই একমাত্র ভারতীয় ছবি। শনিবার কলকাতায় অনুষ্ঠিত হলো এই মনোনয়নপর্ব। তালিকায় ছিল ২৭টি ভারতীয় ছবি। তার মধ্যে বেছে নেওয়া হয় জোয়া আখতারের এই ছবি। কলকাতায় অস্কারের এই মনোনয়ন পর্ব অনুষ্ঠিত হলো। জুরি তালিকায় ছিলেন অপর্ণা সেন, দেবজ্যোতি মিশ্র প্রমুখ। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর।
মুম্বাইয়ের এক র্যাপারের স্বপ্ন পূরণের প্লটে ‘গাল্লি বয়’কে সাজিয়ে তোলেন জোয়া। একেবারে হতদরিদ্র ঘরের দুই ছেলের স্ট্রিট র্যাপার থেকে বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রবেশের গল্পই ‘গাল্লি বয়’। মুখ্য দুই চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিং ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। প্রথম জনের নাম মুরাদ, দ্বিতীয় জন এমসি শের। মুরাদেরই প্রেমিকা সফিনা। যে চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট।
শুধুমাত্র বক্স অফিসেই ধামাকা ঘটায়নি। বিশ্ব চলচ্চিত্রের দরবারেও হইচই ফেলে দেয়। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ছবিটির। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘গাল্লি বয়’। ওপেনিং কালেকশন ছিল ১৯.৪ কোটি টাকা। কিন্তু দু’সপ্তাহেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।