৭টি পুরস্কার জিতল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’
বিনোদন ডেস্ক : অস্কারের ৯৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিশেল ইও। অস্কারের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।
একজন নারীকে কেন্দ্র করে অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিল সিনেমাটি।
সেরা চলচ্চিত্র ছাড়াও অভিনেত্রী (মিশেল ইয়োহ), সহ-অভিনেত্রী (জেমি লি কার্টিস), সহ-অভিনেতা (কে হু কোয়ান), পরিচালক (ড্যানিয়েল কোয়ান) এবং চিত্রনাট্য ও এডিটিংয়ে পুরস্কার জিতে সিনেমাটি।
অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছেন মিশেল ইয়োহ। মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রী প্রথম এশীয় নারী হিসেবে এই পুরস্কার জিতেছেন।
তিনি বলেন, ‘পুরস্কারটি আমার মা এবং বিশ্বের সমস্ত মাকে উৎসর্গ করতে হবে। কারণ, তারা সত্যিই সুপারহিরো এবং তাদের ছাড়া আজ রাতে আমরা কেউ এখানে থাকব না।’
তিনি আরো বলেন, ‘আজ রাতে আমাকে যেসব ছোট ছেলে এবং মেয়েরা দেখছে, তাদের জন্য এটি একটি আশা এবং সম্ভাবনার বাতিঘর।’
সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে ড্যানিয়েল কোয়ান বলেন, ‘আজ রাতে যথেষ্ট কথা বলেছি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করছে।’
চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) ভোর ৬টায়। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল। সূত্র : ইউএস টুডে
রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।