সচরাচর এ আর রহমান কোনও বিতর্ক নিয়ে মন্তব্য করেন না। কারোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এমনটা কেউ আগে শুনেছেন বলে মনে হয় না। তবে সারাজীবন শিল্প আর সৃষ্টি নিয়ে বুঁদ হয়ে থাকা মানুষটি যখন সাম্প্রতিককালে সবথেকে বেশি বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন, তবে অবাক হতে হয়।
আর ঠিক এমনটাই ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড গ্যাং নিয়ে মুখ খোলেন এ আর রহমান।
সম্প্রতি রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বলিউডে আমি কোণঠাসা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা গ্যাং রয়েছে, যারা সবসময়েই আমার বিরুদ্ধে একটা গুজব রটিয়ে বেড়ায়। মুকেশ ছাবড়া যখন আমার কাছে ‘দিল বেচারা’র প্রস্তাব নিয়ে আসেন, তখন সেই ধারণা আমার আরও পরিষ্কার হয়…।” রহমানের এমন মন্তব্যের পর যথারীতি শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে যে, কোন গ্যাং, কাদের বিরুদ্ধেই বা অভিযোগ তুললেন রহমান? ভারতের একমাত্র অস্কারজয়ী সংগীত পরিচালকের মুখে যখন এমন বিস্ফোরক মন্তব্য শোনা যায়, সেই বিষয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক!
এবার রহমানের পক্ষে সরব হলেন পরিচালক শেখর কাপুর। টুইট করে তিনি বলেছেন, “রহমান আপনি জানেন আপনার সমস্যা কোথায়? আপনি অস্কার পেয়েছেন। বলিউডে অস্কার পাওয়া মানে মৃত্যুকে চুম্বন করা। এটা প্রমাণিত যে আপনি যতটা প্রতিভাবান সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতা বলিউডের নেই।” জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে অস্কার সব জায়গাতেই রহমান ম্যাজিকে মুগ্ধ হয়েছেন বিচারকরা। তাঁর সুরের জাদুতে মজেছেন দর্শকরাও। আর রহমানের এত সাফল্যই বোধহয় মেনে নিতে পারেনি বলিউডের একাংশ। নিজের টুইটে এমনই ইঙ্গিত করেছেন শেখর কাপুর।
জবাবে পাল্টা টুইট করেছেন রহমানও। সঙ্গীত পরিচালক লিখেছেন, “হারানো টাকা ফিরে আসে, সম্মানও ফিরে আসে, তবে জীবনের নষ্ট হয়ে যাওয়া সময় আর কোনওদিন ফিরে আসে না। তবে এগিয়ে চলা যাক। আমাদের আরও বড় কিছু করার আছে।”
রহমানের মতো সংগীত পরিচালকের কাছ থেকে এরকম উত্তর আসাটাই তো স্বাভাবিক। কারণ তাঁর মন্তব্য, কোনও একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার হয়ে ডার্ক কিছু ছবির কাজ আমাকে বেছে নিতে হলেও আমি কিন্তু কাউকে জানাইও না যে তাঁরা কতটা ক্ষতি করছে। আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। অন্য অনেক কাজ করছি আমি। তাই সবাইকে বলছি, আরও ভাল ভাল ছবি বানান এবং সেসব ছবির মিউজিকের জন্য আপনারা যে কোনও সময়ে আসতে পারেন আমার কাছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।