বিনোদন ডেস্ক : অস্কার মনোনয়ন দৌড়ে এগিয়ে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবিটি। ১২টি বিভাগে ছবিটি মনোনয়ন পেয়েছে। জেন চ্যাম্পিয়ন পরিচালিত এ ছবির গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দুন’ ছবিটি। ‘বেলফাস্ট’ ও ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবি দুটি ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘কিং রিচার্ড’ ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জেনিফার লরেন্স অভিনীত ‘ডোন্ট লুক আপ’ ছবিটি ৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘নাইটমেয়ার অ্যালি’ ও ‘ড্রাইভ মাই কার’ ছবি দুটিও ৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘বেলফাস্ট’, ‘কোডা’, ‘ডোন্ট লুক আপ’, ‘ড্রাইভ মাই কার’, ‘দুন’, ‘কিং রিচার্ড’, ‘লিকোরিস পিজ্জা’, ‘নাইটমেয়ার অ্যালি’, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘ওয়েস্ট সাইড স্টোরি’।
সেরা বিদেশি ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ড্রাইভ মাই কার’ (জাপান), ‘ফ্লি’ (ডেনমার্ক), ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি), ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে) ও ‘লুনানা : এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ (ভুটান)।
সেরা পরিচালক বিভাগে কেনেথ ব্রানাহ (বেলফাস্ট) পল থমাস আন্ডারসন (লিকোরিস পিজ্জা), রিউসুকি হামাগুচি (ড্রাইভ মাই কার), জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি) মনোননয়ন পেয়েছেন।
সেরা অভিনেতা বিভাগে জাভিয়ের বার্ডেম (বিইং দ্য রিকোর্ডোস), বেনেডিক্ট কাম্বারব্যাচ ( দ্য পাওয়ার অব দ্য ডগ), অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক… বুম!), উইল স্মিথ (কিং রিচার্ড) ও ডেঞ্জেল ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডিস অব ম্যাকবেথ) এবং সেরা অভিনেত্রী বিভাগে নিকোল কিডম্যান (বিইং দ্য রিকোর্ডোস), পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার্স), অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টাম্মি ফাই) ও ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেনসার) মনোনয়ন পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।