Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ডেকে নিয়ে ভালোই শাসন করছে ভারত। নিজেদের প্রথম পিঙ্ক টেস্টে একছত্র আধিপত্য দেখিয়ে এরইমধ্যে জয়ের শিরোপা উঁচিয়ে ধরেছে স্বাগতিকরা।
তবে এবার বিরাট কোহলির ভারতকে পিঙ্ক টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছেন সাবেক অসি স্পিনার শেন ওয়ার্ন। এক টুইট বার্তায় ওয়ার্ন বলেন, ‘এবার অস্ট্রেলিয়াতে আসো, খেলা দেখবো’।
সেই সঙ্গে প্রাক্তন অজি স্পিনার টুইট করে ভারতকে পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।
ইডেনে চলছে ঐতিহাসিক টেস্ট। যেখানে ক্যারিয়ারের প্রথম পিঙ্ক শতরান হাঁকালেন বিরাট কোহলি। শনিবার (২৩ নভেম্বর) ১৩৬ রানের ইনিংস খেলে আউট হন বিরাট।
ভারত-বাংলাদেশের প্রথম পিঙ্ক টেস্ট নিয়ে ক্রিকেট দুনিয়ায় উন্মাদনা ছিল তুঙ্গে। তা নিয়ে সোশ্যাল মিডিয়াও কম সরগরম নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।