স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
আজ শুক্রবার মেলবোর্ন পার্কে মেয়েদের এককে সেরেনাকে ৬-৪, ৬-৭ (২-৭) ও ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন চীনের ওয়াং কিয়াং।
খেলার শুরুতে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন কিয়াং। তবে দ্বিতীয় সেট টাইব্রেকে গড়ালে সেখান থেকে ম্যাচে ফিরেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি তারকা। কিন্তু পরের সেটেই ৭-৫ গেমে হেরে বসেন তিনি।
প্রসঙ্গত, ২০০৬ সালের পর এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে এত আগে বিদায় নিলেন সেরেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।