স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে আর বাকি মাত্র ১৫ দিন। আর এর মধ্যে খেলা নিয়ে নিজের শঙ্কার কথা জানালেন টেনিস বিশ্বের দ্বিতীয় শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। খবর রয়টার্সের।
দাবানলের বিষয়ে জকোভিচ জানান, ধোঁয়ায় খেলতে সমস্যা হতে পারে তার। তবে এই অন্যতম শীর্ষ বাছাই আশা করছেন খুব শিগগিরই নিয়ন্ত্রণে এসে যাবে অস্ট্রেলিয়ার দাবানল। তবে এমন চলতে থাকলে খেলোয়াড়দের জন্য আলাদা পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন জকোভিচ।
জকোভিচ বলেন, যদি এমনভাবে চলতে থাকে আমার মনে হয় অস্ট্রেলিয়ান টেনিস নিয়ম পরিবর্তনে বাধ্য হবে। এটা তাদের জন্য কঠিনও বটে কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।
এবারের দাবানলে অস্ট্রেলিয়ায় প্রায় প্রত্যেকটি রাজ্য এবং শহর ক্ষতির মুখে পড়েছে। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দাবানলে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়াও দাবানলের আগুনে পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ একর জমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।