স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার রেসে টিকে থাকতে হলে কালকের ম্যাচে টাইগারদের জয় আবশ্যক। নটিংহামের ট্রেন্টব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ঃ৩০ মিনিটে।
গত ম্যাচে উইন্ডিজের সাথে ৩২২ রানের টার্গেট তাড়া করে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। দলের বোলার-ব্যাটসম্যান সবাই ছিলেন দুর্দান্ত। তাই কালকের ম্যাচে দলে পরিবর্তন হওয়ার সুযোগ তেমন নাই। তবে ঐতিহাসিকভাবে ট্রেন্টব্রিজের পিচ পেস সহায়ক উইকেটে এক্সট্রা বাউন্স। তাই একটি স্পিনার কমিয়ে দলে নেয়া হতে পারে স্পিডস্টার রুবেল হোসেনকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।