Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নের মধ্যাকাশে দুটি প্লেনের মধ্যে সংঘর্ষে দুটি প্লেন বিধ্বস্ত হয়ে চারজন মারা গেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ছোট প্লেন দুটিতে দুজন করে আরোহী ছিলেন। ম্যাঙ্গালোর শহরের অদূরে একটি অস্ত্রাগারের পাশে ‘সশস্ত্র বাহিনীর বিস্ফোরক জোন’ বলে পরিচিতি এলাকার আকাশে দুর্ঘটনাটি ঘটেছে। প্লেন দুটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী বাহিনী। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
প্লেন দুটির একটি ছিল মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং আরেকটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের। দুটি প্লেনেরই আকাশে ওড়ার অনুমোদন ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।