আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিএনএ জানায়, পার্লামেন্ট ভবনের বাইরে প্রায় ১৫০ বিক্ষোভকারী জড়ো হয়। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় জারি করা বিধি-নিষেধ তুলে নিতে দাবি জানাচ্ছিল তারা। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভঙ্গ করে এরা সেখানে বিক্ষোভ করে। বিক্ষোভে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন।
পুলিশ জানিয়েছে, ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এদিকে, অস্ট্রেলিয়া ধীরে ধীরে তাদের লকডাউন শিথিল করছে। কিন্তু ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে একটি কসাইখানা থেকে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে লকডাউন শিথিল করার সময় পিছিয়ে দেয়া হচ্ছে। এতে বিক্ষোভে নামে লকডাউন বিরোধীরা।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২৭ জন মানুষ। মারা গেছেন ৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।