স্পোর্টস ডেস্ক: এখনও ব্যাট হাতে ২২ গজে খেলে যাচ্ছেন জর্জ বেইলি। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সাবেক অধিনায়ক খেলোয়াড়ি জীবন শেষ না করতেই শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সদ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার নতুন নির্বাচক কমিটিতে বেইলি কাজ করবেন চেয়ারম্যান ট্রেভর হোন্স ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে।
অস্ট্রেলিয়ার দুটি দৈনিক ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ ও ‘দ্য এজ’-এর খবর, বেইলির আগেও খেলা চালিয়ে যাওয়া অবস্থায় ক্রিকেটারের নির্বাচকের দায়িত্ব সামলানোর উদাহরণ আছে অজিদের ক্রিকেটে। ডন ব্র্যাডম্যান ও মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া দলের অধিনায়ক থাকা অবস্থাতেই নির্বাচকের দায়িত্ব পালন করে গেছেন।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৫ টেস্ট, ৯০ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলা বেইলি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি। এর মধ্যেই জাতীয় দল নির্বাচনের দায়িত্ব পালন করবেন এই ব্যাটসম্যান।
এ বছরের অ্যাশেজ শেষে নির্বাচকের পদ থেকে অবসরে চলে গেছেন গ্রেগ চ্যাপেল। তারই জায়গা পূরণ করলেন বেইলি।
সুত্র: ক্রিকইনফো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।