জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে নির্বাচনী মাঠে অবৈধ অস্ত্র উচিয়ে বিরোধী দলীয় প্রার্থীদের হুমকি দেয়ার অভিযোগে অস্ত্রসহ ৩ জনকে হাতে-নাতে আটক করা হয়েছে। তাদের আটক করেন পৌরসভা নির্বাচনে আচারণ বিধির ওপর দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন। আটককৃতদের তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্টে সাজাপ্রদান করা হয়েছে। এদের মধ্যে জীবননগরের হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জুম্মাত মন্ডলকে ২ মাসের ও তার অপর দুই সঙ্গীর মধ্যে একজনকে ৬ ও অপর জনকে ২ মাসের করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গেল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নতুন তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার নির্বাচনী মাঠে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে একটি মহল। হাসাদাহ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাবেক ইউপি সদস্য জুম্মাত মন্ডলসহ অন্যান্যরা দেশিয় অস্ত্র প্রদর্শন করছিলেন। এ সময় নির্বাচনী আরচণবিধির দায়িত্বে নিয়োজিত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন পুলিশ ফোর্স নিয়ে অভিযানে ছিলেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন তেঁতুলিয়ায় অবৈধ অস্ত্র নিয়ে প্রদর্শনকালে ৩ জনকে হাতে-নাতে আটক করা হয়। আটকৃতরা হলো- হাসাদাহের আয়ুব মন্ডল (৫৫), জুম্মাত মন্ডল (৪৩) ও বকুন্ডিয়া গ্রামের পান্নু মন্ডল (৫৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, আরচণ বিধি লঙ্ঘন করায় আয়ুব মন্ডলকে ২ মাসের বিনাশ্রম, জুম্মাত মন্ডলকে ২ মাসের বিনাশ্রম ও পান্নু মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জীবননগর পৌরসভার সাধারণ নির্বাচন। এতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী শাহাজাহান কবীর (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী খোকন মিয়া (হাতপাখা) প্রতীক নিয়ে অংশগ্রহন করছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।