জুমবাংলা ডেস্ক: ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের জন্য ১৫ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার আজ (১ জুন) শুরু হয়েছে।
সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির চত্বরে দুপুরে ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে পাঁচটি বিষয় রয়েছে- ইংরেজি, বিবিএ, আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এসব বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে এই অ্যাডমিশন ফেয়ার আয়োজন করা হয়। ফেয়ার উপলক্ষে যেকোনো বিষয়ে ভর্তি ফি’র ওপর ৫০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড.আব্বাস আলী খান, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও অ্যাডমিশন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মাহফুজুর রহমান, রেজিস্ট্রার ড. আবুল বাশার খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।