‘অ্যাডাল্ট কন্টেন্ট’ এর বিরুদ্ধে নীতিমালা আনছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিশুবান্ধব ফেসবুক তৈরিতে বদ্ধপরিকর ফেসবুক কর্তৃপক্ষ। তাই’তো ‘অ্যাডাল্ট কন্টেন্ট’-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ১৮ বছরের কম বয়সী কোনও ব্যবহারকারী ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ দেখতে পাবেন না। অপ্রাপ্তবয়স্কদের জন্য এসব কন্টেন্ট ব্লক করা হবে অটোমেটিক এইজ ডিটেক্ট সিস্টেমে।

আগামী বছরের শুরুর দিকেই বাস্তবায়ন হতে যাওয়া ফেসবুকের ‘এজ গেট নীতিমালা’র একটি অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে এই সিস্টেম। তবে এগুলো ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত থাকবে। শিশুদের অ্যাডাল্ট কন্টেন্ট দেখা থেকে বিরত রাখার বিষয়ে মনোযোগ না দেওয়ায় ফেসবুক অনেক সমালোচনার শিকার হয়েছে ইতোমধ্যেই। তবে প্রশ্ন উঠেছে এই পদক্ষেপ কি শিশুদের ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ থেকে সুরক্ষিত রাখতে পারবে? যারা তাদের প্রকৃত বয়সের বিবরণ দিয়ে ফেসবুকে আইডি খুলেছে তাদের জন্য এই পদক্ষেপটি ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন আইডি খোলার সময় ব্যবহারকারী যে জন্ম তারিখটি দিচ্ছেন তা সেই ব্যক্তির সত্যিকারের জন্ম তারিখ কিনা তা যাচাইকরণ ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের অনুমতি দেয়। এটা একপ্রকার অনৈতিক বলে দাবি করেছেন অনেকেই। তবে ফেসবুক তার প্ল্যাটফর্মটি আরও নিরাপদ করতে বয়স যাচাইয়ের বিষয়েও একটি নীতি নিয়ে আসতে পারে। সেইসাথে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সংযুক্তির বিষয় নিয়েও ভাবছে ফেসবুক।