স্টার ওয়ার্স: অ্যান্ডর টিভি সিরিজটি এ বছরের সেপ্টেম্বরের একুশ তারিখে বিশ্বব্যাপী রিলিজ করা হয়। এরপর থেকে এ টিভি সিরিজকে নিয়ে বিশাল হাইপ তৈরি হয়। আকর্ষণীয় গল্প এবং সকল অভিনেতা অভিনেত্রীর নজরকাড়া পারফর্মন্যান্স এর কারণে সিরিজটি ব্যাপক সাড়া পাচ্ছে।
স্টার ওয়ার্স থেকে পাওয়া এযাবৎকালের সবচেয়ে পরিণত এবং চিন্তা-উদ্দীপক গল্প এই ‘অ্যান্ডর’ থেকেই পাওয়া গেল। এক পেশাদার চোরের অতি ক্ষমতাধর গ্যালাক্টিক এম্পায়ারের বিরুদ্ধে বিদ্রোহে যোগদান করার গল্প ‘অ্যান্ডর’। কোয়ালিটির দিক থেকেও অন্য সব স্টার ওয়ার্স কনটেন্ট থেকে একদমই অন্য এক লীগে এই শো।
এম্পায়ারের আমলাতন্ত্রের উপর ফোকাস করাটা টনি গিলরয়ের খুবই স্মার্ট একটি সিদ্ধান্ত ছিল। ভয়াবহতা চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিয়ে গিলরয় এম্পায়ারকে যেকোনো কর্তৃপক্ষের মতোই কয়েক ভাগে ভাগ করেছেন। সকল ডিভিশনকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছেন সম্পূর্ণরূপে।
পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স অফিস, কোরাসন্টের পলিটিক্স, জেইল সিস্টেম- সবগুলো সেক্টরকে এতটা পূর্ণতা দেয়া হয়েছে যে মনেই হবে না দূর-দূরান্তের কোনো গ্যালাক্সির কাহিনী দেখছেন। দর্শকরা অতি সহজেই চিনতে পারবে এম্পায়ারের ফ্যাসিজমের প্রকৃতি, যার মাধ্যমে সিরিজের মেসেজও অনায়াসে উপলব্ধি করতে পারবে।
অ্যান্ডরে দেখানো এম্পায়ারের সবচেয়ে ভীতিকর দিক হচ্ছে আসলেই কার্যকর এই শাসন। সিরিজের অন্যতম ইন্টারেস্টিং দুই চরিত্র, এম্পায়ারের কর্মকর্তা ডেড্রা মিরো আর সিরিল কার্নের মধ্য দিয়ে আমরা এম্পায়ারের গঠনপ্রণালী ও ব্যবস্থাপনার একদম ভেতরে ঢুকতে পারি।
ফ্যাসিজমের প্রকৃতি নিয়ে দু’দিক থেকে এক্সপ্লোর করা হয়েছে সিরিজে। একদিকে আমরা দেখি অত্যাচারিত মানুষদের প্রতিরোধ, ঘুরে দাঁড়ানো; অন্যদিকে দেখি এম্পায়ারের অন্তর্গত কার্যকলাপ, ব্যবস্থাপনা।
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহের গল্প কোনোভাবেই নতুন না ফ্যান্টাসিতে, কিন্তু এই সিরিজে অরিজিনাল ট্রিলজিতে দেখা রেবেলিয়নকে যে পরিমাণ যত্নের সাথে তুলে ধরা হয়েছে এটা বেশ বিরল। স্টার ওয়ার্সের কোথাও, এমনকি মূল ট্রিলজিতেও রেবেলিয়নকে এতটা গভীরভাবে বা বিস্তারিতভাবে দেখানো হয়নি
একটা স্টার ওয়ার্স শো যখন ফ্যাসিজম, পাওয়ার, কন্ট্রোল, রেবেলিয়ন ইত্যাদি নিয়ে এত গভীরভাবে ভাবাতে পারবে তখন বুঝে নিতে হবে এখানে বিশেষ কিছু রয়েছে। ‘অ্যান্ডর’ সেই বিশেষ কিছু। আশির দশকে শুরু হওয়া জর্জ লুকাসের এই দূর-দূরান্তের গ্যালাক্সির সবচেয়ে পরিণত ও যুগোপযোগী অধ্যায় ‘অ্যান্ডর’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।