আইফোন ১৪ বিশ্বব্যাপী বাজারে আসবে এরকম ঘোষণা শীঘ্রই আসতে পারে। এবার অনেক অভাবনীয় ফিচার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রযুক্তিপ্রেমীরা সত্যিই চমকে গিয়েছিল যখন তারা জানতে পেরেছে যে আইফোন ১৪ প্রো মডেল এ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে যাচ্ছে।
আসলে আইফোন সবসময় তাদের প্রথাগত সিস্টেম বজার রেখে সামনে এগিয়েছে। দীর্ঘ সময় ধরে তাদের স্মার্টফোনের মেইন ক্যামেরা ১২ মেগাপিক্সেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার মানে এই নয় যে তাদের ক্যামেরার ফটো কোয়ালিটি খারাপ ছিল।
সম্ভবত অ্যান্ড্রয়েডের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আইফোন ১৪ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর ইন্সটল করা থাকবে। বিশ্লেষকরা জানান এই আপডেটের মাধ্যমে ক্যামেরায় নতুন ফাংশন যোগ হবে।
তবে ক্যামেরা সেকশনে এই বিপ্লব শুধুমাত্র আইফোন ১৪ প্রো ভার্সনেই সীমাবদ্ধ থাকবে। আইফোনের অন্যান্য মডেলে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মত এবার আইফোন এর সেলফি ক্যামেরায় অটোফোকাস ফিচার যোগ করা হয়েছে।
সেলফি ক্যামেরায় অটোফোকাস ফিচার যোগ হওয়ার জন্য ছবির কোয়ালিটি আগের থেকেও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সেলফি ক্যামেরার অ্যাপাচার হবে ১.৯।
আইফোন প্রো মডেলের ডিসপ্লে এর সাইজ হবে ৬.৭ ইঞ্চি। এই স্মার্টফোনে প্রসেসের হিসেবে ব্যবহার করা হবে A16 চিপসেট। স্মার্টফোনের ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। নচ ডিজাইন থেকে সরে এসে হোল-পাঞ্চ স্টাইল ব্যবহার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে আইফোন ১৪ স্মার্টফোনে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হবে। এসব অভাবনীয় ফিচার থাকার সম্ভাবনা আছে বলেই আইফোন ১৪ নিয়ে সবার আগ্রহ বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।