বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নতুন ঘরানার ডিভাইস উদ্ভাবনে অ্যাপল সব সময়ই ভিন্নতা নিশ্চিত করে। ইতোমধ্যে ফোল্ডেবল আইফোন নিয়ে সারাবিশ্বে বইছে হইচই। ভাঁজযোগ্য এই নতুন আইফোন এলে দাম কেমন হবে, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা-কল্পনা। অনেকে আবার ডিজাইন নিয়েও ভাবনায় ডুবেছেন।
ফোল্ডেবল আইফোন: কী বলছেন বিশেষজ্ঞরা?
যদিও অ্যাপল এখনও ফোল্ডেবল আইফোন উদ্ভাবন বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি, ডিজিটাল গ্যাজেট বিশেষজ্ঞ মার্ক গুরম্যান এ বিষয়ে বেশ কিছু তথ্য উন্মোচন করেছেন। অতীতে অ্যাপল নিজের ঘোষণার আগেই আইফোনবিষয়ক সঠিক খবর দিয়েছেন গুরম্যান। ফলে ফোল্ডেবল আইফোন নিয়ে তাঁর দেওয়া তথ্যকে ভিত্তিহীন বলা যায় না।
২০২৬ সালে আসতে পারে ফোল্ডেবল আইফোন
গুরম্যান জানিয়েছেন, অ্যাপল উদ্ভাবিত ফোল্ডেবল আইফোন দৃশ্যমান হতে পারে ২০২৬ সালে। সাধারণত বছরের যে সময়ে আইফোন উন্মোচিত হয়, ঠিক সে সময়েই এটি বাজারে আসতে পারে। ফোল্ডেবল আইফোন দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো হতে পারে।
সম্ভাব্য ডিজাইন ও ফিচার
গুরম্যানের তথ্য অনুযায়ী, ফোল্ডেবল আইফোন হবে আইফোন ১৭ এয়ার মডেলের মতো স্লিম। ফোল্ড অবস্থায় এর চওড়া হতে পারে ৯.২ মিলিমিটার এবং আনফোল্ড অবস্থায় ৪.৬ মিলিমিটার। সাইড প্যানেলে থাকতে পারে টাচ সেন্সর এবং ব্যাটারির ক্ষমতা হতে পারে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।
সম্ভাব্য মূল্য
ফোল্ডেবল আইফোন নিয়ে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি কৌতূহল এর দাম নিয়ে। গুরম্যানের ইঙ্গিত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এর সম্ভাব্য মূল্য হতে পারে ২ হাজার ৩০০ ডলার। তবে অতীতের মতোই অ্যাপল আনুষ্ঠানিক উন্মোচনের আগে কোনো তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে।
স্মার্টফোন আবিষ্কার যখন ছিল কল্পনারও বাইরে, তখনই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙা
বর্তমানে ফোল্ডেবল আইফোন নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের শেষ নেই। যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে বাজারে আসতে পারে এই বহুল প্রতীক্ষিত ডিভাইসটি। সম্ভাব্য দাম ও আকর্ষণীয় ডিজাইনের কারণে ফোল্ডেবল আইফোন স্মার্টফোন বাজারে আলোড়ন তুলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।