বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে আইফোন নির্মাণ কারখানায় সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। খাদ্যে বিষক্রিয়ায় আড়াইশ কর্মীর অসুস্থ হয়ে পড়া এবং কর্মীদের আবাসন ব্যবস্থার দুরবস্থার পর পরই কারখানাটি ‘অন প্রবেশন’ ঘোষণা করেছে অ্যাপল।
অতীতে এ ধরনের ঘটনায় সাধারণত কারখানার সঙ্গে সম্পর্কচ্ছেদ করত মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। তবে ‘অন প্রবেশন’ ক্যাটাগরি আরোপে কারখানায় সাময়িকভাবে উৎপাদন কাজ বন্ধ থাকছে। ভারতীয় কারখানাটির কর্মীদের আবাসন ব্যবস্থা ও ডাইনিংয়ের পরিস্থিতি সরেজমিন তদন্ত করে অ্যাপল বলছে, এ দুই বিষয়ে মানসম্মত সেবা পাচ্ছেন না কর্মীরা। অ্যাপলের হয়ে কারখানাটি পরিচালনার দায়িত্বে আছে তাইওয়ানের প্রতিষ্ঠান ‘ফক্সকন’।
ভারতীয় সংবাদপত্রগুলোর প্রতিবেদন বলছে, সম্প্রতি খাদ্যে বিষক্রিয়ায় আড়াইশ নারী কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে ১৫০ কর্মীকে হাসপাতালে নিতে হয়েছিল। ওই ঘটনায় ক্ষমা চেয়ে তদন্ত করার কথা বলেছে ফক্সকন। কর্মীদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় কারখানাটির কর্মীদের আবাসন ব্যবস্থা এবং ডাইনিংয়ের পরিস্থিতি সরেজমিন তদন্ত করে অ্যাপল বলছে, এই দুই বিষয়ে মান সম্মত সেবা পাচ্ছেন না কর্মীরা। অ্যাপলের হয়ে কারখানাটি পরিচালনার দায়িত্বে আছে তাইওয়ানের প্রতিষ্ঠান ‘ফক্সকন’।
কর্মস্থলের দুর্দশা নিয়ে প্রতিবাদের মুখে ১৮ ডিসেম্বর থেকে বন্ধ আছে কারখানাটির উৎপাদন। এ প্রসঙ্গে অ্যাপলের এক মুখপাত্র বলেন, ফক্সকন শ্রীপারুমবুদুরে খাদ্য ও আবাসন ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ করেছিলাম। আমরা জানতে পেরেছি কারখানা থেকে দূরে রয়েছে এমন কয়েকটি আবাসন ব্যবস্থা এবং সেখানকার ডাইনিং আমাদের চাহিদা অনুযায়ী মানসম্মত নয়।
চেন্নাই থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে ১৭ হাজার কর্মী কাজ করেন বলে জানিয়েছে বিবিসি। খাদ্যে বিষক্রিয়া এবং তার ফলশ্রুতিতে কর্মীদের প্রতিবাদের ঘটনায় ফক্সকনকে কর্মীদের আবাসন ব্যবস্থা যাচাই করে দেখতে বলেছে তামিলনাড়ু রাজ্য সরকার।
গেল বছর বকেয়া বেতনের দাবিতে বেঙ্গালুরুর একটি কারখানার কর্মীরা দাঙ্গা শুরু করায় ওই কারখানাকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছিল অ্যাপল।
মাত্র ৭ হাজার টাকায় ঝকঝকে নতুন মোটরসাইকেল, দারুন সুযোগ দিচ্ছে Bajaj
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।