অ্যাপল তার iPhone 14 Pro Max স্মার্টফোন নিয়ে গর্ব করতেই পারে। কেননা সম্ভবত এটাই অ্যাপলের সবথেকে সেরা সৃষ্টি। এর আগে এত অ্যাডভান্স লেভেলের আইফোন স্মার্টফোন তারা কখনো নির্মাণ করতে পারেনি।
14 Pro Max এ ৪৮ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ মেগাপিক্সেল ক্যামেরাও অন্তর্ভুক্ত রয়েছে। নতুন ফ্ল্যাশ লাইট সিস্টেম দেওয়া হয়েছে যা ক্যামেরার ফোকলের লাইন এবং পরিবেশের সাথে মানিয়ে কাজ করতে পারে। ডুয়েল পিক্সেল পিডিএএফ, sensor-shift OIS, আলট্রা-ওয়াইড, টেলিফটো লেন্স, 3X জুম ইত্যাদি ফিচার ক্যামেরাতে দেওয়া হয়েছে।
আইফোনের এ বিশেষ স্মার্টফোনটিতে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরার অ্যাপাচার হচ্ছে ১.৯।
আইফোনের এই স্মার্টফোনটিতে 4k রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করার অপশন দেয়া হয়েছে। পাশাপাশি দল বিভীষণ ডলবি ভিশন, HDR ফিচার তো আছে। এমনকি ক্যামেরার ভিডিও রেকর্ডিং এর সিনেমাটিক মোড খুবই দুর্দান্ত পারফরম্যান্স করছে।
অন্যদিকে আইফোন ১৪ প্রো হ্যান্ডসেটে A16 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে যা আগের প্রসেসর থেকে ৪০ শতাংশ দ্রুত কাজ করে। পাশাপাশি আইফোনে আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন ভেরিয়েন্টের স্টোরেজ আপনি চয়েস করে নিতে পারেন। ১২৮ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের অপশন আছে।
স্মার্টফোনটিতে ৬ জিবি র্যাম দেওয়া হয়েছে। iphone 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। স্মার্টফোনটির রেজুলেশন ১২৯০*২৭৯৬ পিক্সেল। স্মার্টফোনটির মধ্যে OLED টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে।
লিথিয়াম আয়নের পাঁচ হাজার মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং এর ফিচার রাখা হয়েছে।
প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছে অ্যাপলের এই স্মার্টফোনটি হয়তো স্যামসাং গ্যালাক্সি এস ২২ আল্ট্রা স্মার্টফোনকে ছাপিয়ে উপরে উঠতে পারবে। স্মার্টফোনটির দাম বাংলাদেশের মার্কেটে ১ লাখ ৫৪ হাজার টাকা ও ভারতে ১ লাখ ২৯ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।