বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছিলেন, ‘অ্যাভাটার’ সিনেমার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল। তখন জেমস ক্যামেরন চেয়েছিলেন, ছবির অভিনয়শিল্পীদের শরীর পেইন্ট করা হোক। তবে, অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, অবশেষে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গোবিন্দের সঙ্গে কাজ করেছেন জেমস ক্যামেরন! খবর ফ্রী প্রেস জার্নালের।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, গোবিন্দ এই সিনেমার একটি ক্যামিও চরিত্রে উপস্থিত। অনেক ভক্ত এক্সে (পূর্বে টুইটার) দাবি করছেন, গোবিন্দ ‘অ্যাভাটার ৩’-এ দেখা গিয়েছেন। তবে, আমাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে, এই ছবি গুলি ফটোশপ করা অথবা এআই-এর মাধ্যমে তৈরি। বাস্তবে গোবিন্দের কোন ক্যামিও নেই এই ছবিতে।
এই ভুয়ো ছবি নিয়ে নেটিজেনরা হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, কীভাবে জেমস ক্যামেরন গোবিন্দকে ‘অ্যাভাটার ৩’-এ ক্যামিও করতে রাজি করালেন? আরেকজন টুইট করেছেন, গোবিন্দ অবশেষে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ বলিউড-স্টাইলে করতে রাজি হয়েছেন!
আরেকজন লিখেছেন, স্পয়লার অ্যালার্ট: অবশেষে গোবিন্দ ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ তার সবচেয়ে বড় কামব্যাক করেছেন।
বেশ কয়েক বছর আগে রাজাত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছিলেন, তিনি যখন আমেরিকাতে ছিলেন, তখন সেখানে এক ব্যবসায়ীর মাধ্যমে জেমস ক্যামেরনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। গোবিন্দ বলেন, বিজনেসম্যান আমাকে বলেছিলেন, জেমস ক্যামেরনের সঙ্গে ছবি করতে। সেজন্য আমি তাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তখনই ‘অ্যাভাটার’ নামটি আমি প্রস্তাব করি।
হঠাৎ বাংলা শিখছেন সাইফ আলী খান, জানা গেল কারণ
তিনি আরও জানান, জেমস বলেছিলেন, সিনেমার নায়ক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তাই আমি সেটা করতে রাজি হইনি। তিনি আমাকে ১৮ কোটি টাকা অফার করেছিলেন এবং বলেছিলেন ছবির শুটিং হবে ৪১০ দিন। আমি বলেছিলাম, সমস্যা নেই, কিন্তু যদি আমাকে শরীর পেইন্ট করতে হয়, তাহলে আমাকে হাসপাতালে থাকতে হবে।
এখন সকলেই এই আশায় রয়েছেন যে, ভবিষ্যতে হয়তো ‘অ্যাভাটার ৪’-এ গোবিন্দকে একেবারে সঠিকভাবে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



