হলিউডের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের রিলিজ করা সব কয়টি মুভি প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছিল। তবে এটিও সত্য যে এক যুগের মধ্যে তারা সবথেকে খারাপ সময় পার করছে। অ্যাভেঞ্জার এর সর্বশেষ সিনেমা রিলিজ করার পর এটির জনপ্রিয়তা কমতে শুরু করেছে। তাই তারা নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তারা নারী চরিত্রের দিকে বেশি করে ফোকাস করছে। প্রধান চরিত্র এবং ভিলেন চরিত্রের ধরন পাল্টানোর চেষ্টা করছে। বর্তমানে কোম্পানিটি আইনের জটিলতা ও মামলার মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য পুরোপুরি তাদের দোষ দেওয়া যায় না।
মার্ভেলের কর্মকর্তারা মনে করেন যে, এখন বিকল্প পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তবে কর্মকর্তারা কতটা আত্মবিশ্বাসী সে নিয়ে সন্দেহ রয়েছে। বর্তমানে তারা লোকি সিরিজটি চালু রেখেছে তবে তা বেশি জনপ্রিয়তা অর্জন করেনি।
কেননা এটির গল্প যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তা অনেক দর্শকদের হতাশ করেছে। তবে একেবারেই যে জনপ্রিয়তা কমে গেছে সেটাও নয়। হাল্ক এর টিভি সিরিজ দিয়ে তারা জনপ্রিয়তা উদ্ধারের চেষ্টা করছে। তবে মার্ভেল এখন সবকিছু নিয়েই দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে।
টেলিভিশন সিরিজ মিস মার্ভেল জনপ্রিত অর্জন করলেও সেটিকে বেশি কাজে লাগানো যায়নি। ১০ নভেম্বর দ্য মার্ভেল সিনেমাটি মুক্তি পেলেও এটির কয়েকটি দৃশ্য চেঞ্জ করতে হয়েছে যা বিব্রতকর অবস্থার জন্ম দিয়েছিল। আসলে অ্যাভেঞ্জার সিনেমা দিয়েই তাদের মূল ব্যবসা হয়েছিল।
ক্যাপ্টেন আমেরিকা, আইরন ম্যান, ব্ল্যাক উইডো, স্পাইডারম্যান; এ সকল চরিত্রকে দর্শকরা সবথেকে বেশি ভালবেসেছিল। ২০০৮ সালে iron man সিনেমা ৬০ কোটি ডলার আয় করতে সক্ষম হয়েছিল। অ্যাভেঞ্জার্স এর সর্বশেষ সিনেমাটি ২৮০ কোটি ডলার ইনকাম করেছে।
ঠিক এরপর থেকেই তারা সুবিধাজনক অবস্থায় নেই। তারা হয়তো অ্যাভেঞ্জার্স সিরিজ ফিরিয়ে আনতে পারে তবে নতুন অভিনেতা বা অভিনেত্রী দিয়ে এটিকে সফল করা যাবে কিনা তা নিশ্চিত নয়। সামনে কিছু নতুন সিনেমা রিলিজ হতে যাচ্ছে তবে তা দিয়ে জনপ্রিয়তা উদ্ধার করা যাবে কিনা তা নিশ্চিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।