অ্যামাজনের ইলেকট্রনিক্স ফেস্টিভ সেল ২০২৪- এ জিনিস কেনার সময় ক্রেতারা পেয়েছেন কুপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট। ই-কমার্স সংস্থা অ্যামাজনে চলছে ইলেকট্রনিক্স ফেস্টিভ সেল (Amazon Electronics Festive Sale 2024)। চলতি বছরের এই সেল শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর। আর শেষ হয়েছে ১০ সেপ্টেম্বর।
অ্যামাজনের এই সেলে স্মার্টফোনের (Smartphones) পাশাপাশি স্মার্টওয়াচ (Smartwatch), ল্যাপটপ, স্মার্ট টিভি, ইয়ারফোন-সহ একাধিক ডিভাইসের দামে ছাড় রয়েছে। অ্যামাজন ইলেকট্রনিক্স ফেস্টিভ সেল ২০২৪- এ কোন ডিভাইসের দামে কতটা ছাড় রয়েছে:
- এবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন। এই ফোনের দামে ছাড় রয়েছে অ্যামাজনের বর্তমান সেলে। লঞ্চের সময় ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। তার দাম ২০০০ টাকা কমে হয়েছে ১৭,৯৯৯ টাকা।
- ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম লঞ্চের সময় ছিল ১৯,৯৯৯ টাকা। এই মডেলে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনের দামও ২০০০ টাকা কমে অ্যামাজনের সেলে হয়েছে ১৭,৯৯৯ টাকা। ক্রেতারা এই ছাড় পাবেন অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ক্যাশব্যাকের মাধ্যমে অথবা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
- ওয়ানপ্লাস ওয়াচ ২আর লঞ্চ হয়েছিল এবছর জুলাই মাসে। লঞ্চের সময় ওয়ানপ্লাসের এই স্মার্টওয়াচের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। এখন তা কমে ১৭,৯৯৯ টাকা হয়েছে। অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড ক্যাশব্যাক অফার হিসেবে এই ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
- বোট এয়ারডপস ৩১১ প্রো কেনা যাবে ১১৪৯ টাকায়। অন্যদিকে রিয়েলমি বাডস টি৩১০ কেনা যাবে ২৪৪৯ টাকায়।
ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন (Infinix Hot 50 5G) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে দাম কমবে ফোনের।
সেক্ষেত্রে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা হবে। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা হবে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। Dreamy Purple, Sage Green, Sleek Black, Vibrant Blue- এই চার রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন। পার্পল রঙের ফোনে রয়েছে ডুয়াল-টোন ফিনিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।