আন্তর্জাতিক ডেস্ক: আগের বছরের একই সময়ের তুলনায় ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুলাইয়ের মধ্যে ব্রাজিলের অ্যামাজনে বন উজাড় বৃদ্ধি পেয়েছে ৩৪.৫ শতাংশ। খবর ইউএনবি’র।
ধ্বংস করা হয়েছে সর্বমোট ৯ হাজার ২০৫ বর্গকিলোমিটার বন, খবর সিনহুয়া।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এ বনকে পর্যবেক্ষণ করে থাকে। তারা রিয়েল-টাইম ডিফরেস্টেশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করে বন উজাড়ের এ পরিমাণটি বের করেছে।
শুক্রবার আইএনপিই জানায়, জুলাই মাসে ১ হাজার ৬৫৪ বর্গকিলোমিটার বন ধ্বংস হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে কম।
গত ১৪ মাসের মধ্যে এই প্রথম এক মাসে অ্যামাজন ধ্বংসের পরিমাণ হ্রাস পেয়েছে।
অ্যামাজনের বনাঞ্চল উচ্চ হারে ধ্বংসের কারণে গত বছরজুড়ে ব্রাজিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার শিকার হয়েছে। জবাবে, ব্রাজিলিয়ান সরকার এ অঞ্চলে পরিবেশগত অপরাধ সীমিত করতে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।