জুমবাংলা ডেস্ক: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপ-উপচার্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য এই নিয়োগ দিয়েছেন। ১ এপ্রিল ২০২১ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ পরিচালক খোন্দকার আমিনুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক এ্যাডভাইজর হিসেবে কাজের অভিজ্ঞতা আছে অধ্যাপক নিয়াজ আহমেদ খানের।
তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষা গ্রহণ ও গবেষণা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে কাজ করেছেন।
পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, সোশ্যাল ও কমিউনিটি ডেভেলপমেন্টের উপর তাঁর ৪৫ টি ওয়েব অব সায়েন্স অ্যান্ড স্কোপাস ইন্ডেক্সড জার্নালসহ ১৭০ টিরও বেশি নিবন্ধ রয়েছে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের।
জাতীয় সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ সংস্থাগুলোর রিসোর্স পারসন এবং একাডেমিক এ্যাডভাইজর হিসেবেও তিনি কাজ করছেন। বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।