বাংলাদেশ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার যথেষ্ট বিতর্কের সম্মুখীন হয়েছে। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলছেন ভিন্ন কথা।
![Financial advisor](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/142805_2-jpg.webp?resize=788%2C473&ssl=1)
তিনি জানান যে, বাংলাদেশ সরকার অফিসিশিয়ালি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আবার এ ভাতা অলরেডি দেওয়া হয়ে গেছে বিষয়টি সেটাও নয়। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত মতবিনিময় সভা এটি। আইএমএফ প্রসঙ্গে উপদেষ্টা বলেন যে, তাদের সব শর্ত যে অক্ষরে অক্ষরে মানা হয় বিষয়টি মোটেও সেটা নয়। তাদের শর্ত কোনটা মানা হবে না সেটা বাংলাদেশ সরকার ঠিক করে। সরকার আয় এবং ব্যয় ভারসাম্য বজায় রেখে চলতে চায়। শিক্ষকের দাবির বিষয়ে বাংলাদেশ সরকার সহানুভূতিশীল। আগামী বাজেটে তাদের যেন ইচ্ছা পূরণ হয় সে বিষয়ে চেষ্টা অব্যাহত থাকবে।
সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপরে জোর দিতে হবে।
তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না, তাদের কথা সঠিক নয়। কিছুটাতো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়ত ব্যর্থতা আছে। আমাদের ভুলত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়ত সংস্কার করতে পারবো না।
কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে।
কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।