আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১২৪ জন সন্দেহভাজনকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। সোমবার দেশটির সরকারি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
আটক হওয়াদের মধ্যে ৩৩ জন বিদেশি নাগরিক বলে জানানো হয়েছে।
পুলিশ জানান, ইস্তাম্বুলসহ বেশ কয়েকটি শহরে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজনদের আটক করে পুলিশ।
আরো বেশ কয়েকজন চিহ্নিত আইএস যোদ্ধাকে খুঁজতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তুরস্কে বিভিন্ন সময় আইএস এবং কুর্দি বিদ্রোহীদের হামলায় ৩শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


