গত সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন আনার পাশাপাশি আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হলেও অপারেটিং সিস্টেমটির কারণে আইফোনের স্পর্শনির্ভর পর্দা কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে গত অক্টোবর মাসে ‘আইওএস ১৮.১’ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল।
কিন্তু আইওএসের নতুন সংস্করণের বিরুদ্ধেও আইফোনের ব্যাটারি বেশি খরচ করার অভিযোগ ওঠায় আগামী ডিসেম্বর মাসের শুরুতে ‘আইওএস ১৮.২’ সংস্করণ আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণটিতে বিভিন্ন সমস্যার সমাধান করার পাশাপাশি বেশ কিছু সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল।
নতুন সংস্করণটিতে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। এ ছাড়া জেনইমোজি নামের একটি সুবিধা যুক্ত করা হবে, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের মতো করে কাস্টমাইজড এআই ইমোজি তৈরি করতে পারবেন। সৃজনশীল কাজের জন্য ইমেজ প্লেগ্রাউন্ড নামের আরও একটি টুল ব্যবহার করা যাবে নতুন সংস্করণটিতে। টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি সম্পাদনা, ফিল্টার প্রয়োগ বা এআই ব্যবহার করে নতুন আর্টওয়ার্ক তৈরি করতে পারবেন।
নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ১৮.২ সংস্করণে আইফোন চার্জ হতে কত সময় লাগবে, তা দেখার জন্য ব্যাটারি ইন্টেলিজেন্স নামের নতুন একটি সুবিধাও যুক্ত করা হতে পারে। সুবিধাটি আইফোনের ব্যাটারি হেলথ বিভাগে যুক্ত থাকবে। এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে আইফোনের ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে কত সময় লাগবে, সেই তথ্যও জানতে পারবেন। সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।