আইজিপির সাথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

জুমবাংলা ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম জাকির হোসেন।

আজ বুধবার (২৫ জানুয়ারি) পুলিশ সদর দফতরের নিজ কার্যালয়ে আইজিপির সাথে স্যুভেনির বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ।

নিজের ফেসবুক ওয়ালে আইজিপির সাথে সাক্ষাতের ছবি শেয়ার দিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম একজন চৌকস, পেশাদার, দূরদৃষ্টি সম্পন্ন ও মানবিক পুলিশ অফিসার হিসেবে সমাদৃত। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করেছেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে আজ আইকনিক পুলিশ অফিসার আইজিপি মহোদয়ের এর সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর আগে তিনি যখন ময়মনসিংহে ডিআইজি হিসেবে ছিলেন তখন তাঁর সাথে দেশের শৃঙ্খলা, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সাক্ষাতে সেইসব কর্মসূচি পালনের স্মৃতি রোমন্থন করা হয়। আগামী দিনেও দেশের শান্তি, শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।