জুমবাংলা ডেস্ক: র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিযুক্ত করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন। এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
জানা যায়, গত সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন আইজিপি নিয়োগের জন্য দ্রুত সারসংক্ষেপ পাঠাতে নির্দেশনা দেন মন্ত্রী ও সচিবকে। এরপর সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, যুগ্ম সচিব (পুলিশ-১) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস ও উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসকে নিয়ে এক বৈঠকে সারসংক্ষেপ তৈরি করা হয়।
গতকাল দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারসংক্ষেপ অনুমোদন করেন।
আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ এপ্রিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।