জুমবাংলা ডেস্ক : আইডিয়াল কলেজের মূল ফটকের সাইনবোর্ড খুলে নিয়ে গেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যেকার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার পর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মো. মাসুদ রানা এক গণমাধ্যমে বলেন, এ পর্যন্ত ঢাকা মেডিকেলে ১৫ জন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে আইডিয়ালের তিনজন রয়েছেন। অন্য আহতরা হলেন- ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।