Advertisement
বিনোদন ডেস্ক: মাদক মামলায় হাজিরা দিতে এনসিবি’র অফিসে গেছেন শাহরুখ-তনয় আরিয়ান খান। শুক্রবারের সকালে একটি সাদা রঙের রেঞ্জ রোভারে করে সেখানে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।
২৬ দিন হাজতবাসের পর ৩০ অক্টোবর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান।
আরিয়ানের জামিনের শর্ত ছিল— সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে আরিয়ানকে এনসিবি’র অফিসে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবি’র অফিসে যান তিনি।
শাহরুখ খানে জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবি অফিসে হাজিরা দেওয়ার তাগিদে ফের শহরে ফিরে এসেছেন শাহরুখ-পুত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।