Advertisement
জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মহামারি করোনাকালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্বপালন করতে পেরেছে বলেই দেশ নিরাপদে আছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নোয়াখালী ও সিলেটে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক। নোয়াখালীর ঘটনা বর্বরতাকেও হার মানিয়েছে।
তিনি বলেন, দু’টি ঘটনায় নিরাপত্তা বাহিনী দোষীদের গ্রেফতার করেছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করবো আমরা। আমরা চুপচাপ বসে নেই। দোষীদের ধরে শাস্তির মুখোমুখি করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



