
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক, এবং এই পরিস্থিতি বজায় থাকলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রশাসনের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতি যেন আরও উন্নত থাকে।”
পরে তিনি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার মান ও সুবিধার খোঁজখবর নেন। এছাড়া সিরাজদিখানে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের প্রস্তাবিত স্থানগুলোও পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, এবং সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



