ভারতের জনপ্রিয় র্যাপার হানি সিং। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ম্যানিয়্যাক’। কিন্তু সেই গান নিয়ে শিল্পীর বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ! বলা হচ্ছে, এই গানের মাধ্যমে অশ্লীলতার প্রচার করছেন হানি সিং! শুধু তাই নয়, সেখানে নাকি নারীদেরকে পণ্যের সঙ্গেও তুলে ধরেছেন হানি সিং।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিষয়টি এখন আইনি দিকেও গড়িয়েছে। ইতোমধ্যে হানি সিং, এই গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সংগীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
‘ম্যানিয়্যাক’ নামে এই গানের কথা নিয়ে মূলত আপত্তি জানিয়েছেন অভিনেত্রী নিতু পাটনা। তার দাবি, গানের কথা সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে দেখায় বলে তার দাবি। গানে বেশ কিছু ভোজপুরি পঙ্ক্তি রয়েছে। বিশেষ করে সেই পঙ্ক্তিগুলিই নাকি আপত্তিজনক। এর জন্য পাটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে বলে তার দাবি। নিতুর কথায়, ‘নারীদের উন্নয়নকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে এই গান।’
US Firms Gain Control Over Key Panama Canal Ports in $22.8 Billion Deal
সমাজের উপরেও এই গানের খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নীতু। তবে এই অভিযোগের পালটা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হানি সিংহের পক্ষ থেকে। চলতি মাসের শেষের দিকেই এ নিয়ে মামলার শুনানি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।