স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। আরব আমিরাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের ডোপ টেস্টের নিয়ম করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
সেই লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়েছে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা। প্রথম ধাপে সংগ্রহ করা নমুনা আরব আমিরাত থেকে পাঠানো হয়েছে স্পেনের বার্সেলোনায়। বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।
এবারও প্রথমবারের মতো কাতালিয়ান অ্যান্টিডোপিং ল্যাবরেটরি ক্রিকেটারদের ডোপ টেস্ট করবে। যদিও শুরুতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি এসব নমুনা দোহায় পাঠাতে চেয়েছিল। সেখানে পরীক্ষা হলে প্রতি টেস্ট বাবদ খরচ হতো ১২০ ডলার। যা বার্সেলোনায় টেস্টের খরচের প্রায় দিগুণ।
মূলত এই কথা ভেবেই বার্সেলোনায় আইপিএলের ক্রিকেটারদের টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে নাডা। ডোপ টেস্টের জন্য আইপিএল চলাকালীন ৫০ জন ক্রিকেটারের রক্ত ও মুত্রের নমুনা সংগ্রহ করা হবে। বাকিদের পরীক্ষা হবে দুবাই, আবুধাবি এবং শারজাতে স্থাপিত ডোপ কন্ট্রোল স্টেশনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।