স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের টাইটেল স্পন্সর পেল ফ্যান্টাসি ক্রিকেট প্লাটফর্ম ড্রিম ইলেভেন।
নিলামে ২২২ কোটি রুপিতে আইপিএলের বিজ্ঞাপন স্বত্ত্ব পেয়েছে ড্রিম ইলেভেন। আর এই বিষয়টি ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে নিশ্চিত করেছেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের সেক্রেটারি ব্রিজেশ প্যাটেল।
ড্রিম ইলেভেনের সঙ্গে আইপিএলের স্বত্ত্ব পাওয়ার দৌড়ে ছিল আনঅ্যাকাডেমি ও বাইজু। অ্যানঅ্যাকাডেমি ১৭১ কোটি রুপি এবং বাইজু ২০১ কোটি রুপি পর্যন্ত অর্থ খরচ করতে রাজি ছিল।
এর আগে আইপিএলের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল চীনা কোম্পানি ভিভোর। বছরে আইপিএলের জন্য দিত ৪৪০ কোটি রুপি তারা। এবারের আসরেও চুক্তিতে থাকতে চেয়েছিল ভিভো।
কিন্তু ভারত-চীনের কূটনৈতিক সম্পর্ক অবনতি এবং ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের দাবি ওঠায় ভিভো চুক্তি ছেড়ে দিয়েছে। ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তির অর্ধেক অর্থ পাবে আইপিএলে অংশ নেওয়া দলগুলো।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিসিসিআইয়ের সঙ্গে আইপিএলের আয় ভাগাভাগির চুক্তি অনুযায়ী, টাইটেল স্পন্সর ও সম্প্রচার স্বত্ত্বসহ কেন্দ্রীয় বিজ্ঞাপন চুক্তি ও অন্যান্য উৎস থেকে আসা আয়ের অর্ধেক করে ভাগাভাগি হয়। যার অর্থ ড্রিম ইলেভেনের থেকে পাওয়া অর্থের ১১১ কোটি রুপি পাবে ভারতীয় বোর্ড। বাকিটা পাবে ফ্রাঞ্চাইজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।