স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৩তম আসরে ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। দু্বাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। আসরে এখন পর্যন্ত ৫ বার ফাইনাল খেলে চারবারই শিরোপা বাগিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই অভিজ্ঞতা ফাইনালে দিল্লীর চেয়ে এগিয়ে রাখবে তাদের।
দিল্লির বিরুদ্ধে এখনও অবধি না হারার পরিসংখ্যান দেবে বাড়তি আত্মবিশ্বাসও।তরুণ ঈশান কিষাণ, অভিজ্ঞ কুইন্টন ডি’ককের ফর্ম যেমন মজবুত করেছে ব্যাটিং বিভাগকে, তেমনই ট্রেন্ট বোল্ট এবং বুমরা কাঁধে তুলে নিয়েছেন বোলিংয়ের দায়িত্ব।
অন্যদিকে প্রথমবারের মত ফাইনালে ওঠা দিল্লী আসরে মুম্বাইয়ের কাছে দুবার হারলেও, ফাইনাল জয়ে আত্মবিশ্বাসী। দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধওয়ন এরই মধ্যে টুর্নামেন্টে পর পর ২ ম্যাচে শতরানের রেকর্ড গড়েন।
অন্যদিকে, বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। সবমিলিয়ে হড্ডাহড্ডি লড়াইয়ের আভাস মিলছে আসরের মেগা ফাইনালের আগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।