স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। তবে টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে ঝামেলায় পরতে হতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। আন্তর্জাতিক সূচি এবং কোয়ারেন্টাইন নিয়মের কারণে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে নাও খেলা হতে পারে জস বাটলার-স্টিভ স্মিথদের।
আইপিএল শুরুর আগে নিজেদের মধ্যে সিরিজে লড়বে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। দ্বীপাক্ষিক সিরিজ শেষে ১৭ তারিখে আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে দু’দলের ক্রিকেটারদের। এরপর ৭ দিনের কোয়ারেন্টাইন।
ফলে ২৪ সেপ্টেম্বরের আগে বেন স্টোকস-ডেভিড ওয়ার্নারদের নাও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর চাওয়া এই দুই দেশের খেলোয়াড়রা যেন কোয়ারেন্টিনে না থেকে সরাসরি খেলায় যোগ দেয়।
কেননা আসন্ন দ্বিপাক্ষিক সিরিজটিতেই তারা জৈব-সুরক্ষিত পরিবেশে থাকবেন। ফলে আলাদা করে তাদের কোয়ারেন্টিনে থাকা নাও লাগতে পারে।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা বিষয়টি জানিয়েছেন।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ম্যানচেস্টারে শেষ ওয়ানডের পর ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌছাবেন। এটি বোঝা যায় যে যদি খেলোয়াড় এবং কর্মীরা ইংল্যান্ড থেকে তাদের ইমিগ্রেশনের পর জৈব সুরক্ষিত পরিবেশ থেকে সরে না পড়ে এবং সংযুক্ত আরব আমিরাতে আসার ৯৬ ঘণ্টারও বেশি সময় আগে পরিচালিত একটি পরীক্ষা থেকে একটি নেতিবাচক ফলাফল নিয়ে থাকে তবে শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়মের।
এবারের আইপিএলে ৮ দলে খেলছেন ২৯ জন ইংলিশ এবং অজি ক্রিকেটার। এর ভেতর চেন্নাই সুপার কিংসে রয়েছেন তিনজন, দিল্লী ক্যাপিটালে তিনজন, কলকাতা নাইট রাইডার্সে পাঁচজন, কিংস ইলেভেন পাঞ্জাবে দুই, মুম্বাই ইন্ডিয়ান্সে দুই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চার, রাজস্থান রয়্যালসে ছয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদে রয়েছেন চারজন।
যদি প্রথম সপ্তাহ এই দুই দেশের ক্রিকেটাররা আইপিএল মিস করেন তাহলে সবেচেয়ে বেশি সময়্যায় পড়বে রাজস্থান। কেননা দুই দেশের ৬ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা, যাদের ভেতর রয়েছে স্মিথ, বাটলার, স্টোকস এবং আর্চারের মতো তারকা ক্রিকেটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।