আইপিএলের সেরা বল কোনটি জানালেন হেইডেন-পিটারসেন

আইপিএলের সেরা বল

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। এবারের আসরে মোট বৈধ ডেলিভারী হয়েছে ১৬ হাজারেরও বেশি। তার মধ্যে সেরা বল কোনটি সেটি বেছে নিয়েছেন ম্যাথু হেইডেন এবং কেভিন পিটারসেন।

আইপিএলের সেরা বল

এবারের ফাইনালে কলকাতার হয়ে ইনিংসের প্রথম ওভার করেছিলেন মিচেল স্টার্ক। তার ওভারের পঞ্চম বলটি ছিল গুড লেন্থে। সেখান থেকে খানিকটা রাইজ করে অভিষেক শর্মার অফ স্টাম্পে ভেঙে দেয়। কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনারকে। স্টার্কের সেই ডেলিভারিটিকেই আইপিএলের সেরা বল হিসেবে মনে করেন হেইডেন ও পিটারসেন।

হেইডেন বলেন, ‘যে মুহূর্তে বলটা স্টার্কের হাত থেকে বেরিয়েছিল, সেখানেই খেলার ভাগ্য স্পষ্ট হয়ে যায়। ওটাই আইপিএলের সেরা ডেলিভারি। ওই সময় ওই রকম বল করা সহজ নয়।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করমুক্ত যেসব সুযোগ-সুবিধা পান

হেইডেনের সুরে সুর মিলিয়েছেন পিটারসেনও। তিনি বলেন, ‘পুরো আইপিএল জুড়ে ১৩৬-১৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করছিলো স্টার্ক। কিন্তু শেষ দুই সপ্তাহে ওর বলের গতি বেড়েছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছে স্টার্ক। ফাইনালে অভিষেককে যে বলটায় সে বোল্ড করলো সেটা এ বারের সেরা ডেলিভারি।’