স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরু হতে এখনো প্রায় মাসখানেক বাকি। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের আইপিএল। তবে এই টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে বেশ কয়েকটি দল পৌঁছে গেছে আমিরাতে। কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়েলস, কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার দুবাই পৌঁছেছে। চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্স শুক্রবার, ২১ আগস্ট আমিরাতে নামছে।
কোয়ারেন্টিনের জন্য কিছুদিন কাটাতে হবে, তাই আগেভাগে দলগুলো আরব আমিরাতে পৌঁছেছে। ক্রিকেটারদের জন্য বিদেশ সফর নতুন কোনো বিষয় নয়। তবে এবারের যাত্রাটা একটু ভিন্ন। করোনাকালের এই সময়টায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ক্রিকেটারদের বিমান ভ্রমণের পোশাকই সবচেয়ে বেশি নজর কেড়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এই সফরে পরিবারকে সঙ্গে নিয়ে গেছেন। মুম্বাই বিমান বন্দর থেকে রোহিত শর্মা তার পরিবারের একটি ছবি মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। রোহিত এবং তার স্ত্রী রিকিতা সাজেদা পুরোপুরি যেন নভোচারীদের পোশাক পরে ছিলেন। আকাশী রংয়ের পিপিই’তে ঢাকা ছিল তাদের পুরো শরীর। মুখে ফেসশিল্ডও ব্যবহার করেন তারা। তবে তাদের কন্যা সামিরা অবশ্য এই পোশাকের জটিলতায় পড়েনি। ছবির ক্যাপশনে লেখা রয়েছে- ‘দ্বিতীয় আইপিএলের জন্য প্রস্তুত সামিরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।