স্পোর্টস ডেস্ক: ২০০৮ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন বিরাট কোহলি। এ পর্যন্ত ১৬ আসরে ২৩৩ টি ম্যাচ খেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। কিন্তু গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৬ বলে ৫ চারে ৫৫ রানের ইনিংস খেলে আইপিএলের এমন এক চূড়ায় আরোহণ করেছেন যেখানে তার পাশে নেই আর কেউ।
আইপিএলের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে গতকাল ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বর্তমানে তার রান ৭ হাজার ৪৩। যা তিনি করেছেন ২৩৩ ম্যাচের ২২৫ ইনিংস খেলে। গড় ৩৬.৬৮, স্ট্রাইক রেট ১২৯.৪৯। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৪৭টি হাফসেঞ্চুরি। ২২৫ ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন ২২৯টি।
আইপিএলে তার সবচেয়ে সফল মৌসুম ছিল ২০১৬ সালে। সেবার তিনি এক আসরে চারটি সেঞ্চুরিতে রেকর্ড সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন। এবারের আসরে ইতোমধ্যে তিনি পাঁচটি ফিফটি হাঁকিয়েছেন।
আইপিএলে সর্বোচ্চ রানের দিক দিয়ে কোহলির পরে আছেন শিখর ধাওয়ান। তিনি ২১৩ ম্যাচ খেলে রান করেছেন ৬ হাজার ৫৩৬টি। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার ১৭১ ম্যাচ খেলে রান করেছেন ৬ হাজার ১৮৯টি। আর রোহিত শর্মা ২৩৭ ম্যাচ খেলে ৬ হাজার ৬৩ রান নিয়ে আছেন তালিকার চতুর্থ স্থানে।
শাহিন আফ্রিদি বিশ্বাস ‘শিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই পাকিস্তান জিতবে
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.